প্রতিষ্ঠানের ইতিহাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে, সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নস্থ ছোট কুমিরায় মনোরম প্রাকৃতিক পরিবেশে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম বাণিজ্যমন্ত্রী, সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশে লায়নিজম চর্চার জনক, লব্ধপ্রতিষ্ঠ শিল্পপতি, মোস্তাফিজুর রহমান সিদ্দিকী (এম আর সিদ্দিকী) কর্তৃক ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় লতিফা সিদ্দিকী বালিকা মহাবিদ্যালয়। প্রতিষ্ঠাকালীন কলেজের কার্যক্রম মানবিক ও বিজ্ঞান দিয়ে শুরু হয়। পরবর্তীতে ১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি প্রাপ্তির মাধ্যমে বি.এ. ও বি.এস.এস. শ্রেণিতে শিক্ষা কার্যক্রম চালু করা হয়। পরবর্তীতে কলেজটিতে ব্যবসায় শিক্ষা প্রসারের কারণে ২০০১ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হয়। দুই বছর পর, ২০০৩ সালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে, কলেজ পরিচালনা পর্ষদ ও শিক্ষক-কর্মচারীদের প্রচেষ্টায় কলেজটিকে সহশিক্ষা প্রতিষ্ঠানে রূপদান করা হয়। কলেজের শিক্ষাকার্যক্রমে ২০০৭ সালে যোগ হয় স্নাতক পর্যায়ে বি.বি.এস. কোর্স। বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাস) শ্রেণিতে প্রায় দেড় সহস্রাধিক শিক্ষার্থী অধ্যায়নরত।